জন্ম সনদ দিয়ে বিকাশ খুলার নিয়ম - bKash Student Account

0

 জন্ম সনদ দিয়ে বিকাশ খুলার নিয়ম - bKash Student Account

আসসালামু আলাইকুম, হাতছানিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানবো যে জন্ম সনদ দিয়ে কিভাবে একটি বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে হয়। পরিপূর্ণ আর্টিকেলটি পড়ুন তাহলে বিষয়টি খুব সহজে বুঝতে পারবেন। ইনশাআল্লাহ।

bKash Student Account
How to Create bKash Student Account

কাদের জন্য এই বিকাশ স্টুডেন্ট একাউন্ট?

যাদের বয়স ১৪ থেকে ১৮ এর মধ্যে। যাদের এনআইডি হয়নি কিন্তু জন্ম নিবন্ধন হয়েছে। তারাও এখন চাইলে বিকাশ একাউন্ট খুলতে পারবে। তাদের একাউন্টের নাম হল বিকাশ স্টুডেন্ট একাউন্ট।

বিকাশ স্টুডেন্ট একাউন্ট কেন খুলবেন?

আমরা সবাই জানি স্টুডেন্টদের বিভিন্ন সময় বিকাশ ব্যবহার করতে হয়। বেশিরভাগ সময় তারা তাদের অভিভাবকের বিকাশ অথবা এজেন্ট এর উপর নির্ভরশীল হয়।

স্টুডেন্টদের পেমেন্ট করার জন্য, রিচার্জ করার জন্য বা অন্যান্য কাজে নিজের বিকাশ একাউন্ট না থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। কিন্তু এখন বিকাশ স্টুডেন্ট একাউন্ট এর মাধ্যমে বিকাশের যত ফিচার আছে তার অধিকাংশই তারা ব্যবহার করতে পারবে।

আমরা আজকের আর্টিকেলে আপনাদেরকে জানাবো বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য কি কি প্রয়োজন এবং বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম টা।

বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে যা যা লাগবে:

  • আপনার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে।
  • আপনার কাছে যেন একটি অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন থাকে।
  • একটা ফোন নাম্বার লাগবে যেটাতে আগে কখনো বিকাশ একাউন্ট খোলা হয়নি। উক্ত নাম্বারের সিমটা যেন অবশ্যই আপনার ফোনে লাগানো থাকে।
  • আপনার বাবা/মা যে কোন একজনের বিকাশ নাম্বার লাগবে।

যেভাবে একটি বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলবেন:

  • উল্লেখিত জিনিসগুলো রেডি থাকলে সরাসরি আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যান এবং বিকাশ অ্যাপটি ডাউনলোড করুন। এরপর বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে -
  • প্রথমে বিকাশ অ্যাপটি ওপেন করে লগইন/রেজিস্ট্রেশন অপশনে ট্যাপ করুন।
  • এরপর আপনার ফোন নাম্বারটি দিন এবং অপারেটর সিলেক্ট করে পরবর্তীতে যান। সেখানে আপনাকে একটা ওটিপি পাঠানো হবে যেটা অটোমেটিক্যালি আপনার ফোন থেকে নিয়ে নেবে।
  • তারপর বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে আইডির ধরন হিসেবে আপনি অবশ্যই জন্ম সনদ সিলেক্ট করে পরে পরবর্তী পেজে যাবেন।
  • তারপর আপনার ফোনের ক্যামেরা ওপেন হবে। সেই ক্যামেরা দিয়ে আপনার জন্ম সনদের একটি স্পষ্ট ছবি আপলোড করুন।
  • এরপর জন্ম সনদ থেকে প্রাপ্ত তথ্য সঠিকভাবে আছে কিনা তা যাচাই করুন। প্রয়োজনে পরিবর্তন করে সঠিক তথ্য প্রদান করুন।
  • আরো কিছু ব্যক্তিগত তথ্য লিঙ্গ, আয়ের উৎস, মাসিক আয় ও পেশা আপনি নিজের মতো প্রদান করুন।
  • বিকাশ একাউন্টের নমিনি হিসেবে মা/বাবাকে বেছে নিন এবং উক্ত নমিনির সচল বিকাশ একাউন্ট নাম্বার প্রদান করুন।
  • এরপর পর্যাপ্ত আলোর সামনে থেকে নির্দেশনা অনুসরণ করে নিজের একটি ছবি তুলুন। ছবি তুলে সাবমিট করার পর তথ্য গ্রহণ করা হবে।
  • এরপর মা/বাবার বিকাশ নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড প্রদান করে সম্মতি নিশ্চিত করুন। 
  • এবার আপনি নিজের মতো করে জটিলভাবে ৫ সংখ্যার পিন সেট করুন।
  • ব্যাস! এভাবেই কয়েকটা সহজ স্টেপ ফলো করে আপনি খুব সহজেই একটি বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন।

বিকাশ স্টুডেন্ট একাউন্টের কি কি সুবিধা আছে:

এই বিকাশ একাউন্টে কি কি সুবিধা আছে এবং কি কি লিমিট আছে এ বিষয়গুলো আপনারা বিকাশ অ্যাপ থেকে দেখতে পারবেন অথবা আপনার সুবিধার জন্য আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি।

সেখানে প্রবেশ করে আপনি দেখতে পারবেন যে আসলে বিকাশ স্টুডেন্ট একাউন্টে কি কি ফেসিলিটি আছে সে ইনফরমেশন গুলো আপনারা একটু চেক করে নেবেন। আর বিকাশ স্টুডেন্ট একাউন্ট সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা গুলি জানতে এখানে দেখুন।

এই ছিল আমাদের আজকের লেখা। আশাকরি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আর্টিকেলটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। হাতছানি এর সাথে থাকুন। ধন্যবাদ।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !